বরফ টুকরো আর কৃষকের ছেলে: শিক্ষামূলক গল্প - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - একদিন এক কৃষক ছেলে খুব কড়া রোদের মধ্যে তার জমিতে ধান কাটছিল। খুব রোদে গরমে তার খুব ঘাম ঝরছিল।ধান কাটতে কাটতে তার খুব পানির তেষ্টা পেল। সে আগে থেকেই একটা জগে করে কিছু পানি আর মুড়ি এনে রাখলো খাওয়ার জন্য। আর সে পাড়ে এসে একটু পানি খেল। পানি খেয়ে সে একটা গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে গেল। এমন সময় হঠাৎ অনেক জোড়ে তুফান বৃষ্টি শুরু হলো। তার সাথে কোনো ছাতা ছিল না। তাই গাছের তলায় বসে সে ভিজতে লাগল। আর অবাক হয়ে দেখতে লাগল কি বিশাল বিশাল বৃষ্টির ফোটাগুলো। গায়ে পড়লেই কুপোকাত। অনেক বড় বড় বৃষ্টির ফোটাগুলো। সাথে আবার শিলা বৃষ্টিও হচ্ছে। শিলা মানে হলো বৃষ্টির সাথে বরফ পড়ছে। একটু পর অনেকগুলো বরফ পড়তে লাগল বৃষ্টির সাথে। শিলা বরফগুলো একটু বড় বড়।ওদিকে বৃষ্টি হচ্ছে খুব জোড়ে। সে খেয়াল করল অনেকগুলো বরফ কণার মাঝে একটা বরফ কণা খুব বড়। এই প্রায় একটা আপেলের মতো বড়। সে একটু অবাক হয়ে গেল। তারপর সেই অদ্ভুত বড় বরফ টুকরাটা হাতে নিয়ে দেখল। সে যেমনি দুষ্টামি করে বরফ টুকরাটা মুখে দিল। একটু খাওয়ার পর হঠাৎ করে ভিতরে শক্ত একটা পাথরের মতো কি যেন লাগল। পাথরতো আর যে সে পাথর নয়, এতো এক হীরার টুকরা। বরফের ভিতরে হীরাও থাকতে পারে। তবে খুব সৌভাগ্যবান যারা তারা হয়তো পায়। এখানে আমাদের কৃষক ছেলেটার মন খুব পরিষ্কার ছিল। গায়ে সবাই তাকে খুব ভালোবাসতো তার সুন্দর ব্যবহারের জন্য। এজন্যই হয়তো বা সে খুব সৌভাগ্যবান। সে একটা মস্ত দামী হীরা পেল ঐ বরফ টুকরার মধ্যে। এরপর সে ওটা তার সাথে করে ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে এটা তার বউকে দেখালো। বউতো খুশিতে প্রায় পাগল হবার দশা। আর তার বউ ছিল ভীষণ লোভী। সে বললো এই হীরাটা দিয়ে আমাকে একটা দামী গয়না কিনে দিবে। সাথে বালা, চুরি, দুল ইত্যাদি ইত্যাদি। কৃষক ছেলেটা তার বউয়ের এত লোভী আবদার শুনে মন খুব খারাপ করে বসে রইল। তারপর সে হীরাটা বিক্রি করতে রাজ দরবারে ছুটে গেল। সেখানে সিপাহীরা তাকে ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। কারণ সে এক গরীব কৃষক। তবুও অনেক জোর করে সে প্রাসাদে রাজ দরবারে গিয়ে রাজার কাছে তার এই হীরার কথাটা বললো। মন্ত্রী এই কথা শুনে একটা কুবুদ্ধি করল। মন্ত্রী বলে উঠলো “মহারাজ এই হীরাটা আমার। আমার গিন্নি এই হীরাটা কিছুদিন আগে ঐ গাছ তলায় হারিয়ে ফেলেছিল। অনেক খুজেও আর পাওয়া যায়নি। এটাই সেটা। এখন আমার হীরাটা আমাকে দিয়ে দাও কৃষক। কৃষকতো এ কথা শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। যাও এই গরীর দুখীর উপর ঈশ্বরের একটু দয়া হলো। তাও এই লোভী মন্ত্রী বলে কি? হীরাটা নাকি তার। কি আর করার! জোর যার মুল্লুক তার, এটা কৃষক ভালোভাবেই জানতো। যেহেতু সে নিজের পক্ষে কোনো প্রমাণ দিতে পারলো না। তাই হীরাটা অগত্যা মন্ত্রীর হাতেই তুলে দিতে হলো। তারপর কাঁদতে কাঁদতে কৃষক রাজপ্রাসাদ থেকে ফিরে আসলো। ঘরে এসে বউকে সব বললো। বউও কেদে কেদে সার। এত মস্ত দামী হীরাটা পেয়েও পাওয়া হলোনা কৃষকের। তবুও সে কৃষক মন খারাপ করলো না। সে নিজের হাতের উপর ভরসা করে আবার কাজ করা শুরু করলো। আরেকদিন আবার জমিতে মাটি কাটতে গিয়ে এবার পেল এক কলসি সোনার মোহর। সে এগুলোর কথা নিজের লোভী বউকেও জানালো না। আর রাজাকেও জানালো না। সে এগুলো নিয়ে দূরের এক রাজ্যে গিয়ে এক ধনী ব্যক্তির বিশাল বাড়ি বাগান সহ কিনে নিলো। আর সে রাজ্যে ঐ নতুন বাড়িতে গিয়েই বসবাস করতে লাগল। তার বউ তাকে জিজ্ঞেস করলে পরে জানালো সব। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি: 1।প্রথমত কোনো হীরা তুমি পথে কুড়িয়ে পাবে এই ভেবে অলস জীবনযাপন করাটা বোকামি। নিজের হাতের উপর ভরসা কর। হীরার চেয়েও দামী কিছু করতে পারবে। 2। তোমার উন্নতির কথা নিজের স্ত্রীকেও খুলে বলা ঠিক না। 3। রাজাকে ভরসা করলেই হয় না। রাজার সাথে অনেক খারাপ মানসিকতার লোকও থাকতে পারে। যারা তোমাকে নি:স্ব করে দিবে। 4।যে দেশে তুমি বিপদে আছো, সে রাজ্য ছেড়ে দূরে যাওয়াটাই সমুচিত। 5। সে যদি তার বউকে আগেই বলে দিতো সোনার মোহরের কথা। তাহলে তার আর বাড়ি কিনা হতো না। তাই কোনোকিছু ঘটে যাওয়ার পরেই তা জানানো উত্তম। আগে জানালে বাড়া ভাতে ছাই পড়তে পারে। - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - *** বন্ধুরা গল্পটা পড়ে কেমন লাগল কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর মন চাইলে আপনার বন্ধুদেরকেও গল্পটা শেয়ার করতে পারেন। এত বড় লেখাটা কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবসময় নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ। ***
বরফ টুকরো আর কৃষকের ছেলে: শিক্ষামূলক গল্প - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - একদিন এক কৃষক ছেলে খুব কড়া রোদের মধ্যে তার জমিতে ধান কাটছিল। খুব রোদে গরমে তার খুব ঘাম ঝরছিল।ধান কাটতে কাটতে তার খুব পানির তেষ্টা পেল। সে আগে থেকেই একটা জগে করে কিছু পানি আর মুড়ি এনে রাখলো খাওয়ার জন্য। আর সে পাড়ে এসে একটু পানি খেল। পানি খেয়ে সে একটা গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে গেল। এমন সময় হঠাৎ অনেক জোড়ে তুফান বৃষ্টি শুরু হলো। তার সাথে কোনো ছাতা ছিল না। তাই গাছের তলায় বসে সে ভিজতে লাগল। আর অবাক হয়ে দেখতে লাগল কি বিশাল বিশাল বৃষ্টির ফোটাগুলো। গায়ে পড়লেই কুপোকাত। অনেক বড় বড় বৃষ্টির ফোটাগুলো। সাথে আবার শিলা বৃষ্টিও হচ্ছে। শিলা মানে হলো বৃষ্টির সাথে বরফ পড়ছে। একটু পর অনেকগুলো বরফ পড়তে লাগল বৃষ্টির সাথে। শিলা বরফগুলো একটু বড় বড়।ওদিকে বৃষ্টি হচ্ছে খুব জোড়ে। সে খেয়াল করল অনেকগুলো বরফ কণার মাঝে একটা বরফ কণা খুব বড়। এই প্রায় একটা আপেলের মতো বড়। সে একটু অবাক হয়ে গেল। তারপর সেই অদ্ভুত বড় বরফ টুকরাটা হাতে নিয়ে দেখল। সে যেমনি দুষ্টামি করে বরফ টুকরাটা মুখে দিল। একটু খাওয়ার পর হঠাৎ করে ভিতরে শক্ত একটা পাথরের মতো কি যেন লাগল। পাথরতো আর যে সে পাথর নয়, এতো এক হীরার টুকরা। বরফের ভিতরে হীরাও থাকতে পারে। তবে খুব সৌভাগ্যবান যারা তারা হয়তো পায়। এখানে আমাদের কৃষক ছেলেটার মন খুব পরিষ্কার ছিল। গায়ে সবাই তাকে খুব ভালোবাসতো তার সুন্দর ব্যবহারের জন্য। এজন্যই হয়তো বা সে খুব সৌভাগ্যবান। সে একটা মস্ত দামী হীরা পেল ঐ বরফ টুকরার মধ্যে। এরপর সে ওটা তার সাথে করে ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে এটা তার বউকে দেখালো। বউতো খুশিতে প্রায় পাগল হবার দশা। আর তার বউ ছিল ভীষণ লোভী। সে বললো এই হীরাটা দিয়ে আমাকে একটা দামী গয়না কিনে দিবে। সাথে বালা, চুরি, দুল ইত্যাদি ইত্যাদি। কৃষক ছেলেটা তার বউয়ের এত লোভী আবদার শুনে মন খুব খারাপ করে বসে রইল। তারপর সে হীরাটা বিক্রি করতে রাজ দরবারে ছুটে গেল। সেখানে সিপাহীরা তাকে ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। কারণ সে এক গরীব কৃষক। তবুও অনেক জোর করে সে প্রাসাদে রাজ দরবারে গিয়ে রাজার কাছে তার এই হীরার কথাটা বললো। মন্ত্রী এই কথা শুনে একটা কুবুদ্ধি করল। মন্ত্রী বলে উঠলো “মহারাজ এই হীরাটা আমার। আমার গিন্নি এই হীরাটা কিছুদিন আগে ঐ গাছ তলায় হারিয়ে ফেলেছিল। অনেক খুজেও আর পাওয়া যায়নি। এটাই সেটা। এখন আমার হীরাটা আমাকে দিয়ে দাও কৃষক। কৃষকতো এ কথা শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। যাও এই গরীর দুখীর উপর ঈশ্বরের একটু দয়া হলো। তাও এই লোভী মন্ত্রী বলে কি? হীরাটা নাকি তার। কি আর করার! জোর যার মুল্লুক তার, এটা কৃষক ভালোভাবেই জানতো। যেহেতু সে নিজের পক্ষে কোনো প্রমাণ দিতে পারলো না। তাই হীরাটা অগত্যা মন্ত্রীর হাতেই তুলে দিতে হলো। তারপর কাঁদতে কাঁদতে কৃষক রাজপ্রাসাদ থেকে ফিরে আসলো। ঘরে এসে বউকে সব বললো। বউও কেদে কেদে সার। এত মস্ত দামী হীরাটা পেয়েও পাওয়া হলোনা কৃষকের। তবুও সে কৃষক মন খারাপ করলো না। সে নিজের হাতের উপর ভরসা করে আবার কাজ করা শুরু করলো। আরেকদিন আবার জমিতে মাটি কাটতে গিয়ে এবার পেল এক কলসি সোনার মোহর। সে এগুলোর কথা নিজের লোভী বউকেও জানালো না। আর রাজাকেও জানালো না। সে এগুলো নিয়ে দূরের এক রাজ্যে গিয়ে এক ধনী ব্যক্তির বিশাল বাড়ি বাগান সহ কিনে নিলো। আর সে রাজ্যে ঐ নতুন বাড়িতে গিয়েই বসবাস করতে লাগল। তার বউ তাকে জিজ্ঞেস করলে পরে জানালো সব। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি: 1।প্রথমত কোনো হীরা তুমি পথে কুড়িয়ে পাবে এই ভেবে অলস জীবনযাপন করাটা বোকামি। নিজের হাতের উপর ভরসা কর। হীরার চেয়েও দামী কিছু করতে পারবে। 2। তোমার উন্নতির কথা নিজের স্ত্রীকেও খুলে বলা ঠিক না। 3। রাজাকে ভরসা করলেই হয় না। রাজার সাথে অনেক খারাপ মানসিকতার লোকও থাকতে পারে। যারা তোমাকে নি:স্ব করে দিবে। 4।যে দেশে তুমি বিপদে আছো, সে রাজ্য ছেড়ে দূরে যাওয়াটাই সমুচিত। 5। সে যদি তার বউকে আগেই বলে দিতো সোনার মোহরের কথা। তাহলে তার আর বাড়ি কিনা হতো না। তাই কোনোকিছু ঘটে যাওয়ার পরেই তা জানানো উত্তম। আগে জানালে বাড়া ভাতে ছাই পড়তে পারে। - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - *** বন্ধুরা গল্পটা পড়ে কেমন লাগল কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর মন চাইলে আপনার বন্ধুদেরকেও গল্পটা শেয়ার করতে পারেন। এত বড় লেখাটা কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবসময় নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ। ***
Comments
Post a Comment